প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উদ্যোগের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের ১০জন নারী-পুরুষের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আবাসনের ব্যবস্থা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলেও জানান ইউএনও।
সোমবার বিকেলে ধামরাই উপজেলা চত্বরে রূপনগর বেদেপল্লির বেদেদের মাঝে সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক।
তিনি বলেন, ‘৩৩টি গোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকার করে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে বেদে সম্প্রদায় একটি। আমাদের ধামরাইতে একটি নৃগোষ্ঠীই আছে। আর তা হচ্ছে বেদেরা। তাদের জন্য উপজেলার দেপাশাইতে আমরা ঘর নির্মাণ করে দিচ্ছি। এই কাজ চলমান আছে।
‘আর আজ এই সম্প্রদায়ের ছয় জন নারী ও চার জন পুরুষকে আমরা সাইকেল দিয়েছি। এরপর তাদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।’
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউএনও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি মানবিক উদ্যোগ। কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের সমাজে নানাভাবে বঞ্চিত। এই বঞ্চিত গোষ্ঠীকে যদি আমাদের সমাজের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি তা হলেই একটি উন্নত সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
‘আমরাতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি। এই সোনার বাংলা অনেকাংশেই আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি, যদি এই পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আমরা সামনের সারিতে নিয়ে আসতে পারি।’